বরগুনার পাথরঘাটায় বার মিনিটের টর্নেডোর আঘাতে ধ্বংস্তূপে পরিণত হয়েছে একটি গ্রাম। ঘরবাড়ি ও গাছপালাসহ বিদুৎ সঞ্চলন লাইন ভেঙ্গে গেছে। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের ১৫টি বসতঘরসহ গাছপালা উড়ে গেছে।
ক্ষতিগ্রস্থ জাকির ও রানী বেগম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকেও আকাশে রোদ ছিল। হঠাৎ আকাশে মেঘ জমে বাতাস শুরু হয়। চোখের পলকে ঘরগুলো উড়ে যায়। আমরা তখন ঘরের মধ্যে অবস্থান করছিলাম। ঘর উড়ে যাওয়ার পর ছেলেমেয়েদের নিয়ে আমরা চোকির (বাংলা খাট) নিচে অবস্থান করি। ঝড় থেমে যাওয়ার পর অন্য এলাকার লোকজন এসে আমাদের ঘরের আসবাবপত্র ও থালাবাটি কুড়িয়ে দিয়েছে।
ঘরের মধ্যে থাকা শিশুসহ ৪ জন অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও মাথা গোজার ঠাঁইটুকু হারিয়েছি। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ূন কবির জানান, বাংলাদেশ নৌবাহিনীর একটি দল নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রাথমিকভাবে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে । খুব দ্রুতই ক্ষতিগ্রস্তদের তালিকা করে ঘর মেরামতের জন্য ঢেউটিন ও অন্য সহায়তা দেয়া হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.