প্রথমবারের মতো ট্রাম্পের পোস্টে ফ্যাক্ট-চেক লেবেল লাগালো টুইটার

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৭ মে ২০২০, ১৭:৫৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পোস্টে প্রথমবারের মতো ফ্যাক্ট-চেক লেবেল দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। কোনও ধরনের প্রমাণ সরবরাহ ছাড়াই ওই পোস্টে তিনি ডাক যোগে ভোটাধিকার প্রয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছিলেন। ওই পোস্টে ফ্যাক্ট চেক লেবেল দিয়ে একে অপ্রমাণিত বিষয় বলে অভিহিত করে টুইটার।

এরপরই অন্য আরেক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন এই সোস্যাল মিডিয়া জায়ান্টটি বাক স্বাধীনতা হরণ করছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।বেশ কয়েক বছর ধরেই ডোনাল্ড ট্রাম্প টুইটারে ব্যক্তিগত আক্রমণ ও ষড়যন্ত্র তত্ব ছড়াচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের বিষয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও টুইটার কর্তৃপক্ষের সমালোচনা রয়েছে। তবে করোনাভাইরাস মহামারির সময়ে এই মাসের শুরুতে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে নতুন নীতি প্রণয়ন করে সোস্যাল মিডিয়া প্লাটফর্মটি।বুধবার ট্রাম্পের পোস্টে ফ্যাক্ট চেক লেবেল যুক্ত হওয়ার পর টুইটারের বিরুদ্ধে আগামী ৩ নভেম্বরের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তোলেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও