ঈদগাহ মাঠে খড় শুকানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাঁটিহাতা ও সরাইল সদর উপজেলার কুট্রাপাড়া এলাকার লোকজনের মধ্যে ঈদগাহ মাঠে খড় শুকানোকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (২৭ মে) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোডে দুদল গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার ঢাকা সিলেট মহাসড়কের পূর্বপাশে ঈদগাহ মাঠে ক্রিকেট খেলা এবং খড় শুকানোকে কেন্দ্র করে খাঁটিহাতা এবং কুট্রাপাড়া এলাকার লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য উভয়পক্ষের বসার কথা ছিলো। বিষয়টি মীমাংসার আগেই বুধবার দুপুরে খাঁটিহাতা গ্রামের লোকজন অতর্কিত হামলা চালায় কুট্টাপাড়া এলাকার লোকজনের ওপর। এসময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, আধাঘণ্টা ব্যাপী চলে এই সংঘর্ষ। এসময় কয়েকটি বাড়িঘর ও দোকান পাটে লুটপাটের ঘটনাও ঘটে।