ভেসে আসা মাস্ক, এয়ারকন্ডিশনিং ডাক্টসহ বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য দিয়ে দূষিত হচ্ছে সৈকত। সাগরে পড়ে যাওয়া কন্টেইনার থেকে এসব জিনিস ভেসে এসে সিডনির সৈকতে জমা হচ্ছে। বিপর্যয় এড়াতে এরইমধ্যে সৈকতগুলো বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
অস্ট্রেলিয়ান টিভি নেটওয়ার্ক এবিসি'র প্রতিবেদন থেকে জানা যায়, রোববার সকালে চীনের নিংবো থেকে মেলবোর্ন যাওয়ার পথে সিডনির ৭৩ কিলোমিটার দক্ষিণ-পূর্ব সামুদ্রিক এলাকায় ঝড়ের মুখে পড়ে এপিএল ইংল্যান্ড নামে একটি কন্টেইনারবাহী জাহাজ। সেসময় সেটি থেকে অন্তত ৪০টি কন্টেইনার ছিটকে সাগরে পড়ে যায়। কন্টেইনারগুলোতে বিমানের সিট, গৃহস্থালী ও নির্মাণ সামগ্রীর পাশাপাশি মাস্কসহ বিপুল পরিমাণ মেডিকেল পণ্য ছিল। সাগরে ভেসে আসা প্লাস্টিক বর্জ্য উপচে পড়ছে মালাবার সৈকতে।
এছাড়া বন্ডি, লং বে ও ম্যাগনেটা সৈকতেও ভেসে আসছে সেগুলো। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ক্লোভেলি, কুগি ও মারুবো সৈকত বন্ধ ঘোষণা করেছে র্যান্ডউইক সিটি কাউন্সিল। সৈকতগুলো পরিষ্কারে ইতোমধ্যেই কাজ করতে শুরু করেছে কর্তৃপক্ষ। র্যান্ডউইক কাউন্সিল এলাকার রেঞ্জার্সসহ স্থানীয়রা সারাদিন সৈকত পরিষ্কারে কাজ করছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.