চটজলদি তৈরি করুন স্বাস্থ্যকর এগ কর্ন স্যুপ

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৭ মে ২০২০, ১৬:৫১

ঠাণ্ডা আবহাওয়ায় স্যুপ খাওয়ার মজাই আলাদা। আর তা যদি হয় স্বাস্থ্যকর তবে তো কথাই নেই। আর এর জন্য জানতে হবে স্বাস্থ্যকর ও সুস্বাদু স্যুপ তৈরির পদ্ধতিটি। সঠিক উপায়ে স্যুপ তৈরি করলে তা খেতে সুস্বাদু হবে। আর সহজেই সবার মন জয় করতে পারবে। তাই অবশ্যই স্বাস্থ্যকর খাবারের অভ্যাস গড়ে তুলুন। রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখারের রেসিপিতে তৈরি করতে পারেন পারেন স্বাস্থ্যকর এগ কর্ন স্যুপ।

দেরি না করে চলুন জেনে নেয়া যাক রেসিপিটি-  উপকরণ: ডিম ২ বা ৩টি, ক্যানের ভুট্টা দেড় টেবিল চামচ, পেঁয়াজ মিহি কুচি ১ টেবিল চামচ, রসুন কুচি আধা চা চামচ, গোলমরিচের গুঁড়া সামান্য, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, চিকেন স্টক আধা লিটার, চিনি আধা চা চামচ, পার্সেলি পাতা কুচি ১ চা চামচ (ইচ্ছা), বাটার আধা চা চামচ, কাঁচা মরিচ কুচি ১টি, লবণ পরিমাণ মতো।

প্রণালী: প্যানে বাটার গরম করে তাতে ভুট্টা, পেঁয়াজ কুচি, রসুন কুচি ও গোলমরিচের গুঁড়া দিয়ে হালকা নেড়েচেড়ে চিকেন স্টক দিন। এবার অল্প পানিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে তাতে চিনি দিন। মিশ্রণটি ঢেলে হালকা করে নাড়তে থাকুন। স্যুপ কিছুটা ঘন হয়ে এলে তাতে কাঁচামরিচ কুচি, পার্সেলি পাতা কুচি ও ডিমগুলো একটি বাটিতে নিয়ে ফেটিয়ে ‍তাতে দিয়ে দিন। মিশ্রণটি দুই-তিনবার নেড়ে চুলা বন্ধ করে ঢেকে দিন। পাঁচ মিনিট পর নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও