You have reached your daily news limit

Please log in to continue


শিরোপায় চোখ ফাহাদের

করোনাভাইরাসে ‘ঘরবন্দি’ জীবনে অনেকেই অনলাইনে দাবা খেলে সময় কাটাচ্ছেন। দাবার সর্বোচ্চ সংস্থা ফিদে অনলাইনকেই দাবার মঞ্চ হিসেবে বেছে নিয়েছে। জুনিয়র দাবাড়ুদের জন্য সংস্থাটি আয়োজন করেছে প্রতিযোগিতা। অনলাইনে প্রথমবারের মতো এশিয়ান জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে আজ (বুধবার) থেকে। এই প্রতিযোগিতায় এশিয়ার সাতটি জোনে বিভক্ত হয়ে দাবাড়ুরা লড়বেন। বাংলাদেশ জোনের খেলা হবে আগামীকাল (বৃহস্পতিবার)। এই জোনে আছে মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলো। একদিনেই নির্ধারণ হবে চূড়ান্ত পর্বের প্রতিযোগী। বাসায় বসে এই খেলা খেলতে হলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট লাগবে। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন তিনজন ছেলে- আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, তাহসিন জিয়া ও স্বর্ণাভো চৌধুরী। ও তিনজন মেয়ে- নওশিন আঞ্জুম, ওয়াশরিয়া খুশবু ও আহমেদ ওয়ালিজা।এদের মধ্যে স্পটলাইট ফাহাদ রহমানের দিকে বেশি। ফাহাদ নিজেও এই প্রতিযোগিতা ঘিরে বেশ আত্মবিশ্বাসী, ‘অনেক দিন পর কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছি। যদিও এটা অনলাইনে হবে। তবে আমি ভালো খেলতে চাই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন