দীপিকাকে দেওয়া কথা রাখেননি রণবীর!
বার্তা২৪
প্রকাশিত: ২৭ মে ২০২০, ১৬:৫২
ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।সম্প্রতি ভারতের ফুটবল দলের অধিনায়ক সুনিল ছেত্রির সঙ্গে একটি লাইভ চ্যাটে অংশ নিয়েছিলেন রণবীর। যেখানে বলিউডের এই অভিনেতা তার এবং দীপিকার সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন।
রণবীর সিং জানান, তার বানানো বাটার চিকেন দারুণ পছন্দ করেন দীপিকা পাড়ুকোন। একই খাবার রান্না করে শ্বশুর বাড়ির লোকেদের মনও জয় করে নিয়েছেন তিনি।রণবীর যখন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য গিয়েছিলেন সেসময় বাটার চিকেন বানানো শিখেছেন।
যোগ করে রণবীর বলেন, “দীপিকা আমার থেকে ভালো রান্না পারে। তাই রান্না ঘরের দায়িত্বটা তাকেই দিয়ে দিয়েছি। তবে আমি একজন ভালো অ্যাসিসটেন্ট। ও যখনই কোন বেকিং করে বা থাই খাবার রান্না করে তখন তাকে সাহায্য করি। বিশেষ করে লকডাউন শুরু হওয়ার পর থেকে আরও বেশি। আমি তার হেলপার।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ৪ সপ্তাহ আগে