You have reached your daily news limit

Please log in to continue


পেটের ডানপাশে ব্যথা হওয়ার মারাত্মক তিন কারণ!

নানা কারণেই পেটে ব্যথা হয়ে থাকে। বদহজম, গ্যাস, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি বিভিন্ন কারণে পেটব্যথা হওয়াটা একদম স্বাভাবিক ব্যাপার। তবে যদি পেটের ডানপাশে তীক্ষ্ণ ব্যথা হয়, আর তা লম্বা সময় ধরে অনুভূত হয়, তবে তা মারাত্মক শারীরিক সমস্যার ইঙ্গিত দেয়।  অনেক সময় ডানপাশে ব্যথা হলেও তা কিছুক্ষণ পর এমনিতেই সেরে যায়। তাই যদি পেটের ডানপাশে ব্যথা হয়, তবে আতঙ্কিত হবেন না। আগে জেনে নিন ওই ব্যথার নেপথ্যের সম্ভাব্য কারণ সম্পর্কে। স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ডানপাশে পেটব্যথা হওয়ার মারাত্মক তিনটি কারণ। চলুন জেনে নেয়া যাক সেই কারণগুলো সম্পর্কে-   অ্যাপেন্ডিসাইটিস সচরাচর পেটের ডানপাশে ব্যথা হওয়ার কারণ এই ‘অ্যাপেন্ডিসাইটিস’। ‘অ্যাপেন্ডিক্স’ হলো আঙ্গুলের মতো আকৃতির একটি থলে যা পেটের নিচের দিকের ডানপাশ থেকে শুরু হওয়া বৃহদান্ত্রের সঙ্গে যুক্ত থাকে। আর এই ‘অ্যাপেন্ডিক্স’য়ের প্রদাহকেই বলা হয় ‘অ্যাপেন্ডিসাইটিস’। এই প্রদাহের সুত্রপাত হয় নাভির আশপাশে এবং ছড়িয়ে পড়তে থাকে পেটের ডান পাশের নিচের দিকে। এই প্রদাহের কারণে বসা ও শোওয়া অবস্থায় প্রচণ্ড অস্বস্তি দেখা দেয়। আর ব্যথা শুরু হয়ে যেতে পারে কোনো কারণ ছাড়াই। অস্ত্রোপচারের মাধ্যমে ‘অ্যাপেন্ডিক্স’ অপসারণ করাই এই সমস্যার একমাত্র সমাধান। আর তা-না করে ব্যথাকে উপেক্ষা করলে একসময় ‘অ্যাপেন্ডিক্স’ ফেটে যেতে পারে। যা ভয়াবহ বিপদ ঘটায়।   বৃক্কে পাথর তলপেটের দুই পাশেই আছে বৃ্ক্ক। তাই বৃক্কে পাথর হলে পেটের ডানপাশে ব্যথা হবে। এছাড়াও একই কারণে ব্যথা হতে পারে পিঠের নিচের দিকে ও ‘গ্রোইন’ বা কুঁচকিতে। বৃক্কের এই পাথর মুত্রনালীর দিকে যেতে থাকলে ব্যথারও স্থান পরিবর্তন হয়। এসময় প্রস্রাবের সঙ্গে রক্ত আসতে পারে এবং বমিভাব হতে পারে। বৃক্কের পাথর ছোট হলে ওষুধের সাহায্যেই তা প্রস্রাবের সঙ্গে বের করে দেয়া যায়। অন্যথায় বেছে নিতে হবে অস্ত্রোপচার। পেশি ব্যথা ও হার্নিয়া প্রচণ্ড ভারী ব্যায়াম থেকেও পেটের ডানপাশে তীক্ষ্ণ ব্যথা দেখা দিতে পারে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন