এবার সমকামী বিয়ে বৈধ ঘোষণা কোস্টারিকায়

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ২৭ মে ২০২০, ১৫:৫৭

এবার সমকামী বিয়ে বৈধ ঘোষণা করল কোস্টারিকার আদালত। এর মধ্য দিয়ে এই প্রথম মধ্য আমেরিকার এই দেশ এই ধরনের বিয়ের বৈধতা দিল। গতকাল মঙ্গলবারের ঘোষণায় এদিন মাঝরাত থেকে এই রায় কার্যকর বলেও রায়ে জানানো হয়।

কোস্টারিকার প্রেসিডেন্ট কার্লোস আলভারাদো একটি অনুষ্ঠানে এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই পরিবর্তন সামাজিক পরিবর্তন ও সাংস্কৃতিক বিবর্তন আনবে। হাজার হাজার (সমকামী) মানুষকে বিয়ে করার অনুমতি দেবে। জানা গেছে, রায় ঘোষণার পর পরই বেশ কিছু সমকামী বিয়ে হয়েছে। তবে করোনাভাইরাসের মহামারির কারণে সব ধরনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। অবশ্য দেশটির সরকারি টেলিভিশন ও অনলাইনে এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও