কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আমফান: কলকাতায় এখনও বিদ্যুৎহীন এক লাখ

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ২৭ মে ২০২০, ১৬:০৩

আমফানের পর কেটে গিয়েছে সাতদিন। এখনও কলকাতার এক লাখ লোকের কাছে বিদ্যুৎ পৌঁছয়নি। যারা কলকাতায় বিদ্যুৎ সংযোগের দায়িত্বে সেই সিইএসসি-র দাবি ৯৭ শতাংশ এলাকায় বিদ্যুৎ পৌঁছে গিয়েছে। তিন শতাংশ মাত্র বাকি। দ্রুত সেখানেও পৌঁছে যাবে। তারাই জানিয়েছে, এক লাখ লোকের কাছে এখনও বিদ্যুৎ পৌঁছনো বাকি।

আর যাঁরা বিদ্যুৎ পাচ্ছেন না, তাঁরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। পথ অবরোধ করছেন। বিদ্যুৎ নেই মানে জলও নেই। এমনকী বুধবার মেটিয়াবুরুজে দুই বস্তিতে সংঘর্ষও হয়েছে। এক বস্তিতে বিদ্যুৎ এসে যায়। পাশের বস্তিতে আসেনি। এই নিয়ে ঝামেলার সূত্রপাত। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

কলকাতার যখন এই অবস্থা, তখন জেলাগুলির অবস্থা আরও খারাপ। সেখানে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ নেই। চলছে বিক্ষোভ। বুধবারও শাসন, দেগঙ্গায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন লোকেরা। পুলিশ ও প্রশাসনের কর্মীরা গিয়ে দ্রুত বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দেওয়ার পর অবরোধ ওঠে। এছাড়া বারুইপুরেও দফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। এই সব বিক্ষোভে রাজনৈতিক নেতাদেরও দেখা যাচ্ছে। রাজ্যের বিধানসভায় বিরোধী নেতা আব্দুল মান্নান মঙ্গলবার হুগলির শেওড়াফুলিতে জি টি রোড অবরোধে ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও