বিশ্বের ১০ম দেশ হিসেবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে ভারতে। মঙ্গলবার দেশটিতে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৮শ’র বেশি। গেল ছয়দিনে এ সংখ্যা সর্বনিম্ন।
নতুন করে প্রায় পৌনে ২শ’ মানুষের মৃত্যুতে, ভারতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৩৪৪ জনে। সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি হয়েছে মহারাষ্ট্রে। মারা গেছেন প্রায় ১৮শ’ মানুষ। শহরের হিসেবে সবচেয়ে খারাপ পরিস্থিতি, মুম্বাইয়ে। আক্রান্ত প্রায় ৫৫ হাজার মানুষ। ফলে নিউইয়র্ক, সাও পাওলো, মস্কোর পর, সংক্রমণের দিক থেকে বিশ্বের চতুর্থ শীর্ষ শহর এখন মুম্বাই। পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে তামিলনাড়ু, গুজরাট, দিল্লি, রাজস্থান, আর মধ্য প্রদেশে। লকডাউন শিথিলের পর গেল এক সপ্তাহে রাজ্যগুলোতে দ্বিগুণ হয়েছে আক্রান্তের সংখ্যা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.