You have reached your daily news limit

Please log in to continue


ভক্তদের জন্য সেই ‘সারপ্রাইজ’ নিয়ে হাজির হলেন মুশফিক

মঙ্গলবার (২৬ মে) আন্তর্জাতিক ক্রিকেটে দেড় দশক পূরণ হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীমের। এ উপলক্ষ্যে আগেই নিজের ভক্তদের সারপ্রাইজ দেয়ার ঘোষণা দিয়েছিলেন মুশফিক। যে কথা সে কাজ। আজ (মঙ্গলবার) রাতে করা এক সংক্ষিপ্ত ফেসবুক লাইভে সেই সারপ্রাইজের কথা জানালেন মুশফিক। প্রথমেই দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারের জন্য মহান আল্লাহতায়ালার কাছে শুকরিয়া আদায় করেছেন মুশফিক এবং পাশে থাকার জন্য সব ভক্ত-সমর্থকদের ধন্যবাদ দিয়েছেন। পরে জানিয়েছেন, মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসানের পর তিনিও শুরু করতে যাচ্ছেন ‘এমআর১৫ ফাউন্ডেশন’ অর্থাৎ মুশফিকুর রহীম ১৫ ফাউন্ডেশন। এ ব্যাপারে বিস্তারিত খুব শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন মুশফিক। আর এই ফাউন্ডেশনের লোগোটাই তিনি নিতে চাচ্ছেন ভক্তদের কাছ থেকে। এ কারণে মুশফিক ভক্তদের কাছে অনুরোধ জানিয়েছেন ফাউন্ডেশনের লোগো ডিজাইন করে পাঠাতে। সেখান থেকে সেরা পাঁচ ডিজাইনার পাবেন মুশফিকের সঙ্গে ডিনার করার সুযোগ এবং সেরা ডিজাইনারের জন্য থাকবে পুরস্কারও। এছাড়া সেরা ডিজাইনারের ছবিই ব্যবহার হবে মুশফিকের সকল সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। সংক্ষিপ্ত লাইভে মুশফিকের পুরো বার্তা জাগো নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো- ‘আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যদিও জানি, এবারের ঈদ করোনাভাইরাসের কারণে অধিকাংশ মানুষেরই আনন্দ থেকে বেদনাদায়কই হয়েছে বেশি। তবুও আমরা বিশ্বাস করি এবং দোয়া করি খুব শিগগিরই বাংলাদেশসহ পুরো বিশ্ব করোনাভাইরাস থেকে মুক্তি পাবে।’ ‘আজকে আপনাদের সামনে আসার কয়েকটি কারণ আছে। প্রথম কারণ হলো, আজ (২৬ মে) থেকে ঠিক ১৫ বছর আগে আমি লর্ডসের মাঠে বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট খেলতে নেমেছিলাম। দেখতে দেখতে ১৫টি বছর কেটে গেল। আলহামদুলিল্লাহ‌। আপনাদের দোয়া এবং আল্লাহর বিশেষ রহমতে যতটুকুই অর্জন করার তৌফিক দিয়েছেন আমাকে, সেজন্য আমি আপনাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাই।’ ‘এই যাত্রাটা খুব একটা সহজ ছিল না। আপনারা সবাই অবগত আছেন। এটাই স্বাভাবিক। এজন্য যারা আমার এই জার্নিতে সমর্থন দিয়েছেন নিস্বার্থভাবে, তাদের আমি ধন্যবাদ জানাই। আমার পরিবারের সদস্য, আমার শিক্ষক, আমার কোচ, সতীর্থ এবং বিসিবিকে অসংখ্য ধন্যবাদ এবং সমর্থকদেরও ধন্যবাদ যারা আমার জন্য দোয়া করেছেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করেছেন। আমি আশা করছি আপনাদের এ দোয়া সামনেও অব্যাহত থাকবে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন