You have reached your daily news limit

Please log in to continue


আম্পানের ক্ষতি কাটিয়ে উঠতে বাংলাদেশকে ইইউর সহায়তা

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সুপার সাইক্লোন আম্পানে ক্ষতি কাটিয়ে উঠতে বাংলাদেশকে ১১ লাখ ইউরো দিবে।ইইউর ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কমিশনার জ্যানেজ লিনার্কিক আজ মঙ্গলবার এখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, আমরা বাংলাদেশের আহ্বানে সাড়া দিয়ে কোনো প্রকার বিলম্ব না করেই ঘূর্ণিঝড় দুগর্ত এলাকার জনগণকে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জ্যানেজ লিনার্কিক বলেন, এই ঝড় এমন এক সময়ে আঘাত হানে, যখন দেশটিতে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে জনগণের সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করা খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একটি সংকটের ওপর এটি আরো একটি সংকট। কমিশনার আরো বলেন, ইইউ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত জনগণের তাৎক্ষণিক প্রয়োজনটি শনাক্ত করবে এবং মানবিক সহায়তার পাশাপাশি মহামারীর বিস্তার থেকে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায়ও পদক্ষেপ নেবে। কমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতে এই দুঃখজনক ঘটনার খবর শুনে আমরা মর্মাহত হয়েছি। তিনি এই প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানিতে দুঃখ ও শোক প্রকাশ করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন