![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/05/26/wakar-wasim-kholi-260520-01.jpg/ALTERNATES/w640/wakar-wasim-kholi-260520-01.jpg)
কোহলি যদি ওয়াসিম-ওয়াকারকে খেলতেন!
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৬ মে ২০২০, ০৬:৩৭
সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান তো বটেই, সবচেয়ে ফিট ক্রিকেটারদেরও একজন বিরাট কোহলি। বিশ্বের প্রায় সব বোলারকেই আত্মবিশ্বাসের সঙ্গে খেলে যাচ্ছেন তিনি। সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতারের বিশ্বাস, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস বা শেন ওয়ার্নের বিপক্ষে খেললেও লড়াইটা উপভোগ করতেন ভারত অধিনায়ক।
- ট্যাগ:
- খেলা
- বিরাট কোহলি
- সঞ্জয় মাঞ্জরেকার