You have reached your daily news limit

Please log in to continue


নোবেলের তৃতীয় বিয়ের খবর ফাঁস!

সাম্প্রতিক সময়ের বিতর্কিত নাম উঠতি গায়ক মাইনুল আহসান নোবেল। এই শিল্পী নাকি ৭ মাস আগেই বিয়ে করে সংসার শুরু করেছেন। সেই কাবিননামাও প্রকাশ্যে এসেছে।কাবিননামায় দেখা যায়, তার স্ত্রীর নাম মেহরুবা সালসাবিল। ৫ লাখ টাকা দেনমোহরে ২০১৯ সালের ১৫ নভেম্বর মাসে মেহরুবাকে বিয়ে করেন নোবেল। রাজধানীর নিকেতন এলাকার একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকছেন নোবেল এমনটাই শোনা যায় বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বেশ কিছু গণমাধ্যমে এসেছে, মেহরুবা সালসাবিলের সঙ্গে এটি নোবেলের তৃতীয় বিয়ে। এর আগে রিমি নামের এক মেয়েকে বিয়ে করেছিলেন নোবেল। রিমিই নাকি ডিভোর্স দিয়েছিলেন নোবেলকে। এরপর এক আত্নীয় সঙ্গেও সংসার শুরু করেছিলেন তিনি। টেকেনি সেই সংসারও। তবে বিয়ে নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি নোবেল। পশ্চিমবঙ্গের একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে বেশ পরিচিতি পান নোবেল। কিন্তু একের পর এক বিতর্কিত মন্তব্য করে হয়েছেন সমালোচিত তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন