
ঘরে থাকা শিশুদের জন্য ধ্রুব এষ-কণক আদিত্যর ঈদ উপহার
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ২৬ মে ২০২০, ১৮:০৩
এবার ঈদে ছোট ঘরের বাইরে যায়নি। এবার নিজেদের বাসাতে, একদম নিজেদের মতো করে ঈদ করেছে। কেন না বাইরে যে করোনার মতো খারাপ জীবাণু ঘোরাফেরা করছে এটা সকল ছোট বন্ধুরা জেনে গেছে। তাই তো একদম বাইরে যাওয়া মানা। আর এইসব ছোট বন্ধুদের ঘরে ঈদে করা জন্য উপহার নিয়ে এলেন তাদের প্রিয় ধ্রুব এষ। পাখি আঁকি পাখি বানাই গান লিখে
- ট্যাগ:
- বিনোদন