নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার হারারকান্দি এলাকায় ধনু নদে ইঞ্জিন চালিত ডিঙি নৌকা ডুবে নারীসহ দু’জন নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ সুশীল দাস (৫৫) ও শারমিন আক্তার (৪৫) পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের নয়া বাজার এলাকার বাসিন্দা।
দুপুরে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে শারমিন ও সুশীলসহ সাতজন ছোট একটি ডিঙি নৌকায় করে গাগলাজুর থেকে খালিয়াজুরীর লেপসিয়া বাজারে যাচ্ছিলেন। পথে ধনু নদের হারাকান্দি নামক এলাকায় পৌঁছার পর নৌকাটি প্রবল স্রোত এবং ঝড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা পাঁচজন সাঁতার কেটে তীরে উঠলেও সুশীল ও শারমিন নিখোঁজ হন। এদিকে স্থানীয়রা নিখোঁজদের খোঁজাখুঁজি করেও পাচ্ছেন না এবং তাদের খুঁজতে ময়মনসিংহের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে বলেও জানান ওসি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.