উল্টো রথে ব্রাজিলের ‘নির্বোধ’ প্রেসিডেন্ট
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী রবিস জনসনের উপদেষ্টা ডমিনিক কামিংস তার স্ত্রীর অসুস্থতার কারণে বিপাকে পড়া সন্তানের পাশে থাকতে লকডাউন বিধি ভেঙে ২৬০ মাইল ব্যক্তিগত গাড়িতে ভ্রমণ করায় বিতর্ক চরমে। তার পদত্যাগের দাবিও উঠেছে। গতকাল সোমবার সংবাদ সম্মেলন করে তিনি ক্ষমাও চেয়েছেন। যদিও জনসন তার পাশেই থাকছেন। বলেছেন, একজন দায়িত্বশীল বাবা হিসেবেই তিনি এমনটি করেছেন।
ঠিক একই সময় পৃথিবীর আরেক প্রান্তের সবচেয়ে বড় দেশের ‘খেয়ালি’ প্রেসিডেন্ট এমন কাণ্ড করছেন প্রায় প্রতিদিনই। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্তের সংখ্যা যখন ৩ লাখ ৭৪ হাজার ৮৯৮ আর মৃত্যু ২৩ হাজার ৪৭৩ জন। তখন কী করে সেই দেশের প্রেসিডেন্ট হটডগ খেতে দোকানে যান?
চরম ডানপন্থী প্রেসিডেন্ট জায়ার বলসোনারো ব্রাজিলে ভীষণ জনপ্রিয় ছিলেন। কিন্তু নভেল করোনাভাইরাস নিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়েও অপরিণামদর্শী আচরণ করছেন। বিপর্যস্ত দেশকে সঠিক পথে পরিচালনা তো দূরের কথা নিজেই নানা বিতর্কিত কাণ্ড করে যাচ্ছেন!এমনকি প্রেসিডেন্টের আচরণে ব্রাজিলের সিটি মেয়ররাও ক্ষেপেছেন।