সহকর্মীর মৃত্যু নিয়ে কলকাতায় পুলিশের বিক্ষোভ, থানায় ভাংচুর
ভারতের পশ্চিমবঙ্গে শ্বাসকষ্ট এবং করোনাভাইরাসের অন্যান্য লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে সোমবার। পুলিশ কর্মীর এই মৃত্যুকে কেন্দ্র করে উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন মৃত কনস্টেবলের সহকর্মীরা। বেশ কয়েকজন বিক্ষোভকারী গড়ফা থানায় ভাঙচুর করেন।
তাদের দাবি, ওই কনস্টেবলকে আরো উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতাল নিয়ে যাওয়া উচিত ছিল। বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন ৪০ বছর বয়সী ওই পুলিশ কনস্টেবল। বিক্ষোভকারীদের দাবি, রোববার তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিক্ষোভরত এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘তাকে গুরুতর শ্বাসকষ্ট নিয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি করা হয়, যদিও তার মধ্যে করোনার লক্ষণ ছিল। আমি মনে করি, পরিস্থিতি খারাপ হওয়ার আগেই তার আরো যত্ন হওয়া উচিত ছিল। কেন তাকে কোনো বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.