ভারতে বিমানবন্দর খুলে দেওয়া শুরু

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৫ মে ২০২০, ১৪:৫৫

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৫ মার্চ থেকে ভারতে লকডাউন শুরু হয়। এখন পর্যন্ত দেশটিতে প্রায় এক লাখ ৩২ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে প্রায় চার হাজার মানুষের। সম্প্রতি লকডাউন শিথিল করে বেশ কিছু অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় শুরুর অনুমতি দিয়েছে ভারত। বিমানবন্দর চালু করলেও যাত্রীদের বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে।

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাতায়াত করতে চাইলে সেখানে যাওয়ার আগে যাত্রীদের অনলাইনে যাত্রা সম্পর্কিত তথ্য দেখে নিতে হবে। এরপর বোর্ডিং পাস স্ক্যানের পরই মিলবে বিমানবন্দরে প্রবেশের অনুমতি। শারিরীক দূরত্ব নিশ্চিত করতে নিরাপত্তা লাইনগুলোর পরিসর বাড়োনো হয়েছে। আর প্রত্যেক যাত্রীকে একটি তাপমাত্রা মাপার যন্ত্রের মধ্য দিয়ে যেতে হবে আর পুরণ করতে হবে ভ্রমণের বিস্তারিত তথ্য সম্বলিত একটি ফর্ম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও