You have reached your daily news limit

Please log in to continue


করোনাকালে মুসলিমদের প্রয়োজনীয়তা স্বীকার করে ঈদ শুভেচ্ছা জানালেন পুতিন

মুসলিমদের উৎসব ঈদুল ফিতর উপলক্ষে রাশিয়ার মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুভেচ্ছা বার্তায় রুশ সংস্কৃতিতে মুসলিমদের অবদানের কথাও স্মরণ করেন তিনি।বার্তায় পুতিন বলেন, পবিত্র রমজান শেষে রোজা ভাঙার এ উদযাপনের আধ্যাত্মিক মহত্ব রয়েছে। নৈতিক শুদ্ধি ও পূর্ণতা পাওয়ার অমূল্য অভিজ্ঞতা পাওয়ার আনন্দ। আন্তরিক প্রার্থনার জন্যই নয় এ উদযাপন অভাবিদের প্রতি নজর দেয়ার জন্যও শত শত বছরের রীতি হয়ে দাঁড়িয়েছে। রাশিয়ার প্রেসিডেন্টের রাষ্ট্রীয় ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তা থেকে এসব তথ্য জানা গেছে। পুতিন আরো উল্লেখ করেন, রাশিয়ার মুসলমানরা তাদের বাবা ও দাদাদের আমলের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় চর্চাগুলো খুব সম্মানের সঙ্গে উদযাপন করে আসছে। এসব পালনে উঠতি প্রজন্মকেও দীক্ষা দিচ্ছে তারা। বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে রাশিয়ান মুসলমানদের অবদানের কথাও অকপটে স্বীকার করেন পুতিন। করোনাভাইরাসে যুক্তরাষ্ট্র, ব্রাজিলের পরেই তৃতীয় সর্বাধিক আক্রান্ত রাশিয়া। দেশটিতে রোজ হাজার হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। এ পর্যন্ত রাশিয়ায় করোনায় মারা গেছে তিন হাজার ৬৩৩ জন। আর দেশটিতে মোট আক্রান্ত তিন লাখ ৫৩ হাজার ৪২৭ জন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন