You have reached your daily news limit

Please log in to continue


ঈদে গরু মাংসের কালা ভুনা

এবার ভিন্নরকম এক ঈদ উদযাপন করছি আমরা। সবাই নিজ নিজ বাসায় উৎসব করবে মজার মজার সব খাবারের আয়োজন সাজিয়ে। যা হোক; ঈদ আসলেই হরেক রকমের গরুর মাংসের রেসিপি রান্না করা হয়। তবে অনেকে আছেন যারা রান্নায় তেমন একটা পাকা নন, তাদের জন্য গরুর মাংসের বিশেষ রেসিপি কালা ভুনা। গরুর মাংসের কালো ভুনা চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার হলেও দেশের কমবেশি সকল মানুষই এই রেসিপিটি পছন্ন করেন। এবার আসুন জেনে নেয়া যাক কিভাবে এটি তৈরি করবেন। যা যা লাগবে - ২ কেজি হাড় ছাড়া গরুর মাংস - ১/২ চামচ বা মরিচ গুড়া ও ১ চামচ হলুদ গুড়া - ১/২ চামচ জিরার গুড়া ও ১/২ চামচ ধনিয়া গুড়া - ১ চাচম পেঁয়াজ বাটা ও ২ চামচ রসুন বাটা - ১/২ চামচ আদা বাটা, সামান্য গরম মশলা (দারুচিনি, এলাচি) - ১/২ কাপ পেঁয়াজ কুঁচি, কয়েকটা কাঁচা মরিচ, - পরিমাণ মতো লবণ ও সরিষার তেল। যেভাবে তৈরি করবেন গরুর মাংস ধুয়ে নিয়ে একটি চালুনি পাত্রে রেখে পানি ঝরিয়ে নিন। তারপর লবন, তেল ও বাকি সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে (পেঁয়াজ কুঁচি এবং কাঁচা মরিচ বাদে)। মাখানো মাংসটি এবার চুলায় হালকা আঁচ রেখে জ্বাল দিতে হবে। এবার দুই কাপ পানি দিয়ে আবারো ঢাকনা দিয়ে দিন। মাংস সেদ্ধ হতে সময় লাগবে। যদি মাংস সেদ্ধ না হয় তবে আবারো গরম পানি এবং জাল বাড়িয়ে নিন। ঝোল শুকিয়ে, মাংস নরম হয়ে গেলে রান্নার পাত্রটি সরিয়ে রাখুন। এবার অন্য একটি কড়াই নিয়ে, তাতে তেল গরম করে পেঁয়াজ কুঁচি এবং কাঁচা মরিচ ভাঁজতে থাকুন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন