You have reached your daily news limit

Please log in to continue


পশ্চিম অস্ট্রেলিয়ায় ‘দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক’ ঝড়ের আঘাত

পশ্চিম অস্ট্রেলিয়ায় আঘাত হেনেছে মারাত্মক এক ঝড়। এতে প্রায় এক হাজার কিলোমিটার এলাকা জুড়ে বাড়িঘরের ছাদ উড়ে যাওয়ার পাশাপাশি বহু গাছ উপড়ে পড়েছে। ঝড়ের পর সোমবার ৬০ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে। এসব বাড়ির বেশিরভাগই পার্থ শহরের। তবে দেশটির কর্মকর্তারা বলেছেন ঝড়ে কেউ হতাহত হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক ঝড়ের প্রস্তুতি নিতে বাসিন্দাদের আগেই সতর্ক করেছিলেন দেশটির কর্মকর্তারা।পশ্চিম অস্ট্রেলিয়ায় ধূলা ঝড়, মৌসুমী বৃষ্টিপাত এবং উপকূলীয় এলাকায় বিশালাকার ঢেউ আছড়ে পড়ে। সোমবারও সেখানে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। ফলে আরও বন্যা ও ক্ষয়ক্ষতির বিষয়ে সতর্ক করেছেন কর্মকর্তারা। অস্ট্রেলিয়ার ফায়ার অ্যান্ড এমারজেন্সি সার্ভিসের মুখপাত্র জানিয়েছেনম ঝড়টি পশ্চিমাঞ্চলীয় রাজ্যের দক্ষিণ অংশের অর্ধেক এলাকা জুড়ে তাণ্ডব চালিয়েছে। ওই এলাকার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১৩২ কিলোমিটার বেগে বাতাস বয়ে গেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন