চট্টগ্রাম: মুখে মাস্ক, গায়ে পুরনো জামা। কাঁধে কাঁধ রেখে নয়, নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায়। নেই কোলাকুলি কিংবা হাত মেলানোর তোড়জোড়ও।