কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘ঈদগাহ মাঠে নামাজ না হলে ঈদের আমেজ বোঝা যায় না’

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৫ মে ২০২০, ০৯:৩২

‘ঈদের নামাজের জন্য ঈদগাহ মাঠ। অনেক মানুষ একত্রিত হয়ে মাঠে নামাজ আদায় না করতে পারলে ঈদের দিনের আমেজ বোঝা যায় না। মসজিদে ঈদের নামাজ আদায়ে অন্যদিনের মতোই লাগে। কিন্তু কিছু করার নাই। আল্লাহ সবার মঙ্গল করুন’ ঈদের নামাজ শেষে এক বয়স্ক ব্যক্তি এভাবেই তার অনুভূতি প্রকাশ করেন।

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সরকারি নির্দেশনা মোতাবেক দেশের সব স্থানেই এবার ঈদের নামাজ আদায় হয়েছে মসজিদে। মাদারীপুরও তার ব্যতিক্রম নয়। বিভিন্ন এলাকার ঈদগাহ মাঠের পরিবর্তে একাধিক মসজিদে ঈদের নামাজ আদায় হয়।  খোঁজ নিয়ে জানা যায়, ইতোপূর্বে একটি গ্রামে একটি বা দুটি স্থানের মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হতো।

গ্রামের সব মানুষ একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করতো। এ বছর করোনা ভাইরাসের কারণে ঈদের নামাজ মাঠ বা খোলা স্থানের পরিবর্তে মসজিদে আদায় করা হয়েছে। সেক্ষেত্রে একটি এলাকায় যতগুলো মসজিদ রয়েছে প্রায় প্রতিটি মসজিদেই আলাদা করে নামাজ অনুষ্ঠিত হয়েছে। লোক সমাগম এড়ানোর জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও