ক্যারিয়ার শেষে ক্রিকেট বোর্ডের সভাপতি হতে চান তামিম!
করোনা সংকটে জাতীয় দলের অনেক ক্রিকেটারই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। বেতনের টাকা বিশেষ তহবিলে জমা দেয়া, ব্যাট, ব্রেসলেট বিক্রি করার মতো উদ্যোগের কারণে খবরের শিরোনামে এসেছেন অনেকেই।তবে এ মহামারি সংকটে নিজেকে আলাদাভাবে চেনাচ্ছেন তামিম ইকবাল।জানাচ্ছেন ক্রিকেটার, বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কের চেয়েও তিনি অনেক বেশি কিছু। ক্রিকেট ক্যারিয়ার শেষে নিজেকে ক্রিকেট বোর্ডের সভাপতির আসনে দেখতে চান তামিম ইকবাল।
বাংলাদেশ ক্রিকেট দলের এই ড্যাশিং ওপেনার ও নতুন ওয়ানডে অধিনায়ক নিজেই এমনটা বলেছেন। রোববার (২৪ মে) রাতে ইউটিউব চ্যানেল ‘নটআউট নোমান’ এর সঙ্গে লাইভ আড্ডায় যুক্ত ছিলেন তামিম। সেখানেই অনুষ্ঠানের সঞ্চালক সাংবাদিক নোমান মোহাম্মদ ‘স্লগ ওভার’ পর্বে ২৫টি প্রশ্ন ছুড়ে দেন তামিমকে। যার একটি ছিল- ‘খেলা শেষে কী হতে চান? আপনার কাছে তিনটি অপশন…। কোচ, ধারাভাষ্যকার এবং ক্রিকেট বোর্ডের পরিচালক।’
তামিম উত্তরে বলেন, ‘ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বলতে পারেন… ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.