You have reached your daily news limit

Please log in to continue


ঈদের মসজিদ প্রস্তুত, ঠেকানো যাবে কি করোনার বিস্তার?

বাংলাদেশে এবার কোথাও খোলা মাঠ বা ঈদগায়ে ঈদের নামাজ না পড়ার নির্দেশনা আছে৷ তাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় এই প্রথমবারের মত দেশের বৃহত্তম ঈদের জামাত হচ্ছে না৷ শোলাকিয়ার এই ঐতিহ্যবাহী জামাতে শুধু বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে নয়, বাইরের দেশ থেকেও মুসলমানরা যোগ দিতেন৷ চার-পাঁচ লাখ লোক নামাজ আদায় করতেন একসাথে৷ এবার হওয়ার কথা ছিল ১৯৩ তম জামাত৷ শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদউদ্দিন মাসউদ জানান, ‘‘সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে এবার ঈদের জামাত বন্ধ করা হয়েছে৷ কারণ করোনায় যে সামাজিক দূরত্ব রাখা দরকার সেটা এখানে এত লোকের মধ্যে সম্ভব নয়৷''   তিনি বলেন, ‘‘শোলাকিয়ায় ঈদের জামাত শুরুর পর থেকে এই প্রথম বন্ধ রাখা হলো৷ আগে কোনো পরিস্থিতিতে জামাত বন্ধ হয়নি৷’’ ফরিদউদ্দিন মাসউদ এখন ঢাকায় আছেন৷ ঈদের দিনও থাকবেন৷ এবার তিনি ঈদের নামাজ পড়াবেন রাজারবাগে পুলিশের কেন্দ্রীয় মসজিদে৷ তিনি বলেন, ‘‘খোলা মাঠে ঈদের নামাজ পড়ার আলাদা গুরুত্ব আছে, সওয়াব বেশি হয়৷ কিন্তু পরিস্থিতির কারণে এবার তা করা যাচ্ছে না৷ এতে ইসলামের বিধানের কোনো ব্যত্যয় ঘটছে না৷’’ মসজিদগুলো কী ধরনের ব্যবস্থা নিচ্ছে? মসজিদগুলোতে যাতে সামাজিক দূরত্ব মেনে ঈদের নামাজ হয় তার প্রস্তুতি চলছে৷ প্রধান ঈদের জামায়াত হবে ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে৷ রোববার সকালে ধর্ম মন্ত্রণালয়ের সচিব এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বায়তুল মোকাররম জাতীয় মসজিদের প্রস্তুতি পরিদর্শন করেছেন৷ মসজিদের পরিচালক ও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ বিভাগের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার বলেন, ‘‘আমরা সামাজিক দূরত্ব মেনেই নামাজের প্রস্তুতি নিয়েছি৷ তিন ফুট দূরত্ব ও এক কাতার বাদ দিয়েই নামাজ হবে৷ সবাইকে মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যাবহার করতে বলেছি৷ সকাল ৮টা থেকে পাঁচটি জামাত হবে৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন