কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেনেজুয়েলার জলসীমায় ইরানি তেল ট্যাংকার

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানি পতাকাবাহী তেল ট্যাংকার ‘ফরচুন’ আজ রোবরার (২৪ মে) ভেনিজুয়েলার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জলসীমায় প্রবেশ করেছে। এই ট্যাংকারের পেছনে ইরানের আরও চারটি তেল ট্যাংকার ‘ক্ল্যাভেল’,‘ফরেস্ট’, ‘ফ্যাকসন’ ও‘পতুনিয়া’ভেনিজুয়েলার দিকে এগিয়ে যাচ্ছে। রাশিয়ার নিউজ চ্যানেল রাশাটুডে এ সম্পর্কে এক প্রতিবেদনে জানিয়েছে, ‘অ্যাডাম জোসেফ’নামের যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ ইরানি ওই তেল ট্যাংকারকে অনুসরণ করে। কিন্তু যখন ট্যাংকারটি ভেনিজুয়েলার জলসীমায় প্রবেশ করে পরে যুদ্ধজাহাজটি ফিরে যায়। ইরানের বার্তা সংস্থা ফার্সনিউজ জানিয়েছে, ইরানি ট্যাংকার ভেনিজুয়েলার জলসীমায় প্রবেশ করার পর দেশটির নৌবাহিনী ও বিমান বাহিনীর সেনারা ইরানি তেল ট্যাংকারকে স্কর্ট করে ভূভাগের দিকে নিয়ে যায়। উত্তর আমেরিকার দেশ ভেনিজুয়েলা তেলসমৃদ্ধ হলেও সাম্প্রতিক সময়ে দেশটির তেল শোধানাগারগুলো অচল হয়ে পড়ায় পরিশোধিত তেলের অভাব দেখা দেয়। যুক্তরাষ্ট্রের অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞার কবলে রয়েছে এই দুই দেশ। কিন্তু সেই নিষেধাজ্ঞা উপক্ষো করে ইরানের পাঁচটি তেল ট্যাংকার ভেনিজুয়েলার জন্য পরিশোধিত তেল ও তেলজাত পণ্য নিয়ে দেশটির উদ্দেশে যাত্রা শুরু করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন