টিভিতে ঈদ আয়োজন
ঈদ মানেই খুশি। আর এই খুশির মাত্রাকে আরো একটু মুখরিত করতে প্রতিটি টিভি চ্যানেলই থাকছে দর্শকদের জন্য অনুষ্ঠান। এক নজরে দেখে নেয়া যাক এবারে ঈদে টিভির আয়োজনে কী থাকছে:- বাংলাদেশ টেলিভিশন ঈদের দিন দুপুর ১২:১৫মিনিটে জাদুটা যদি সত্যি হয়ে যেত; শিল্পী: সামিনা চৌধুরী। বেলা ২:২০মিনিটে এ বাঁধন যাবে না ছিঁড়ে। বিকেল ৫:৩০মিনিটে পাপেট শো। রাত ৮:৩০মিনিটে নাটক মুনিয়া এসেছিল। ৯:৩০মিনিটে ছায়াছন্দ এবং ১০:২০মিনিটে আনন্দমেলা। ঈদের দ্বিতীয় দিন বেলা ১২:১৫মিনিটে টেলিছবি অচীন সীমান্ত। বেলা ২:২০মিনিটে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এক বুক ভালবাসা। বিকেল ৫:৩০মিনিটে পাপেট শো। রাত ৮:৩০মিনিটে ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ইত্যাদি’। ১০:২০মিনিটে নাটক হঠাৎ একদিন। ঈদের তৃতীয় দিন বেলা ১২:১৫মিনিটে একক সংগীতানুষ্ঠান; শিল্পী: রুনা লায়লা।
বেলা ১:১০মিনিটে নাটক যন্তর অন্তর। ২:২০মিনিটে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অবুঝ সন্তান। বিকেল ৫:৩০মিনিটে পাপেট শো। রাত ৮:৩০মিনিটে নাটক সোনালী বাদল স্বপ্ন। চ্যানেল আই ঈদের দিন সকাল ১০:১৫মিনিটে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কৃষ্ণপক্ষ; অভিনয়- মাহিয়া মাহি, রিয়াজ, তানিয়া আহমেদ। বেলা ২:৩০মিনিটে টেলিছবি আয়েশা; অভিনয়- চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা। বিকেল ৪:৩০মিনিটে টেলিছবি লাইট হাউজ, অভিনয়- জাহিদ হাসান, বিদ্যা সিনহা মিম। ৫:৪০মিনিটে ফেরদৌস আরার একক সংগীতানুষ্ঠান। সন্ধ্যা ৬:১০মিনিটে ধারাবাহিক নাটক রেখা (দেখুন ঈদের তিন দিনই); অভিনয়- আফজাল হোসেন, অপি করিম। ৭:৪০মিনিটে নাটক রুদ্র আসবে বলে; অভিনয়- অপূর্ব, মেহজাবীন চৌধুরী। রাত ৯:৩৫মিনিটে নাটক তালপাতার সেপাই; অভিনয়- চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা।
১১:৪৫মিনিটে নাটক অমিত্রাক্ষর; অভিনয়- মেহজাবীন চৌধুরী, ইরফান সাজ্জাদ। ঈদের দ্বিতীয় দিন সকাল ১০:১৫মিনিটে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আমার আছে জল; অভিনয়- জাহিদ হাসান, শাওন, ফেরদৌস, বিদ্যা সিনহা মিম। বেলা ২:৩৫মিনিটে টেলিছবি রূপালী রাত্রী; অভিনয়- মেহের আফরোজ শাওন, তানিয়া আহমদে, চ্যালেঞ্জার, ফারুক আহমেদ, এজাজুল ইসলাম। বিকেল ৪:৩০মিনিটে কৃষকের ঈদ আনন্দ। ৭:৪০মিনিটে নাটক কাপল থেরাপি; অভিনয়- আফরান নিশো, তানজিন তিশা। রাত ৯:৩৫মিনিটে নাটক আবার যদি দেখা হয়; অভিনয়- নিলয়, সারওয়াত আজাদ। ১১:৪৫মিনিটে নাটক ভালোবাসা; অভিনয়- মাহফুজ আহমেদ, মেহের আফরোজ শাওন, হাসান মাসুদ।
- ট্যাগ:
- বিনোদন
- ঈদ আয়োজন
- ঈদ অনুষ্ঠান
- 1. বাংলাদেশ