ঈদ তো এমনই। বন্ধু কিংবা আত্মীয়ের বাসায় যাওয়া, খাওয়া-দাওয়া আর আড্ডাবাজি। এটাই নিয়মিত চিত্র। কিন্তু এবারের ঈদুল ফিতরটা একেবারেই উল্টো। কারো বাসায় যাওয়া যাবে না, প্রয়োজন না হলে বাইরে বের হওয়া যাবে না, কারো সঙ্গে দেখা করতে চাইলে বা কথা বলতে চাইলেও সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। এতো শর্তে কি আর ঈদের আনন্দ হয়? হয় না নিশ্চয়ই।
আর সে কারণেই হয়ত কিছু বিধি নিষেধ থাকা সত্ত্বেও ঈদে অভিনেত্রী নওশাবার সঙ্গে দেখা যাবে সাত জন অতিথিকে। তবে না, নওশাবার বাসায় নয়। এই করোনা পরিস্থিতির মধ্যে কারো বাসায় না যাওয়ার পরামর্শই দিচ্ছেন তারকারা। নওশাবাকে তাই অতিথিদের সঙ্গে দেখা যাবে অনলাইনের মাধ্যমে।ঈদ আয়োজনে ছোট পর্দা থাকে জমজমাট। করোনার মধ্যে এই জমজমাট ভাবটাতে কিছুটা ভাটা পড়লেও, একেবারে কমেযায়নি।
আর এই জমজমাট ভাবের অংশ হিসেবেই অভিনেত্রী নওশাবা অংশ নিয়েছেন ‘স্টার টক’ অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে। এর মাধ্যমে নওশাবা প্রথমবারের মতো ঈদের কোনো অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে কাজ করলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘উপস্থাপনার কজটি নাটক-সিনেমায় অভিনয়ের মতো মনে হলেও কাজটি মোটেও সহজ না এবং অভিনয়ের চেয়ে ভিন্ন। আমার মনে হয়েছে অনুষ্ঠানে গতি-প্রকৃতি-ধরণ কিংবা আনন্দদায়ক বা মজার করে তোলার মূল দায়িত্বটা থাকে সঞ্চালকের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.