অস্ট্রেলিয়ায় শক্তিশালী সাইক্লোন ‘মাঙ্গা’র তাণ্ডব শুরু
অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে আঘাত হানতে শুরু করেছে শক্তিশালী সাইক্লোন মাঙ্গা। ইতোমধ্যেই এর প্রভাবে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে উপকূলীয় এলাকার অন্তত ১৮ হাজার বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান।
অস্ট্রেলিয়ান গণমাধ্যম জানিয়েছে, পার্থ মেট্রোপলিটন এলাকার অন্তত সাড়ে ছয় হাজার বাড়িঘরের ওপর আঘাত হানছে মাঙ্গা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসওয়াটার, বাসেনডিন, অ্যাশফিল্ড শহরের পূর্বাঞ্চল। এছাড়া হিলসের সয়ারস ভ্যালে ও মাউন্ট হেলেনার ওপরও আঘাত হানছে এ সাইক্লোন।
অস্ট্রেলিয়ার দমকল ও জরুরি সেবা বিভাগের (ডিএফইএস) ভারপ্রাপ্ত সহকারী কমিশনার জন ব্রুমহল জানিয়েছেন, এধরনের ঝড় প্রতি দশকে একবার দেখা যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.