‘এলো খুশির ঈদ’ গানটিই বাংলা ভাষার প্রথম ইসলামিক গান!
‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ/ তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।’ এই গানটি কখনো পুরনো হবে না। কালজয়ী এই ইসলামিক সংগীত যুগের পর যুগ ধরে বেজে আসছে, তবুও আমরা মুগ্ধ হয়েই শুনছি।
ঈদ আসলেই ছোট বড় সবাই গেয়ে ওঠে গানটি। এই গান ছাড়া যেন প্রত্যেক বাঙালি মুসলমানদের ঈদ উৎসব পূর্ণ হয় না। তবে জানেন কি? এই গানটিই বাংলা ভাষার প্রথম ইসলামিক গান।
কবি কাজী নজরুল ইসলাম অনেক ইসলামিক গান লিখেছেন তার মধ্যে এটিই সর্বপ্রথম প্রকাশিত সবচেয়ে জনপ্রিয় গান হিসেবে বিবেচিত। এই গানটি আজো মুসলমানদের অন্তরে ছুঁয়ে যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.