কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঈদে ঢাকায় অবস্থান করবেন আওয়ামী লীগের অধিকাংশ নেতা

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৪ মে ২০২০, ০৯:৪১

ব্যতিক্রম পরিবেশ ও প্রেক্ষাপটে উদযাপিত হতে যাচ্ছে এবারের ঈদুল ফিতর। ফলে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীদের প্রায় সবাই ঈদে ঢাকায় অবস্থান করছেন। করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবে সারা বিশ্ব ভয়ংকর পরিস্থিতি পার করছে। বাংলাদেশেও শক্ত থাবা বসিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। গত দুই মাস ধরে ‘লকডাউনের’ মধ্যে রয়েছে দেশের মানুষ। ইতোমধ্যেই দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৫২ জন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৭৮ জনে। এই প্রতিকূল পরিস্থিতিতে এবার ঈদ উদযাপিত হতে যাচ্ছে। স্বাস্থ্যবিধি অনুযায়ী ঘরে থেকে এবারের ঈদ উদযাপন করতে হবে। ঈদে রাজনৈতিক দলের নেতারা তাদের নিজ নিজ এলাকায় যান এবং এলাকার মানুষের সঙ্গে ঈদ উদযাপন করেন। কিন্তু এবার সেই সুযোগ থাকছে না।

ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রায় সব নেতা ও মন্ত্রীই ঢাকায় ঈদ উদযাপন করবেন। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছরের মতোই সরকারি বাসভবন গণভবনে ঈদ উদযাপন করবেন। প্রতি বছর ঈদের দিন সকালে তিনি গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকেন। এবার সেটা থাকছে না।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সংসদ উপনেতা সাজেদা চৌধুরী ঢাকায় ঈদ উদযাপন করবেন। উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, কর্নেল (অব.) ফারুক খান, সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গির কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আফম বাহাউদ্দিন নাছিম, নৌপরিহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ অধিকাংশ কেন্দ্রীয় নেতার খবর নিয়ে জানা যায় তারা ঢাকায় ঈদ করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও