নিউইয়র্ক টাইমস’র পাতাজুড়ে কেবল করোনায় মৃতদের নাম!
বার্তা২৪
প্রকাশিত: ২৪ মে ২০২০, ০৮:৫৮
মহামারি করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১২৪ জন মারা গেছেন। দেশটির দুর্দশার এ চিত্র তুলে ধরে ‘নিউইয়র্ক টাইমস’ পত্রিকায় প্রথম পাতাজুড়ে করোনায় মৃত এক হাজার ব্যক্তির নাম প্রকাশ করা হয়েছে।
রোববার (২৪ মে) ‘নিউইয়র্ক টাইমস’ পত্রিকার প্রথম পাতায় এক হাজার মৃত ব্যক্তির নাম ও পরিচয় প্রকাশ করা হয়েছে। উপরে বড় অক্ষরে লেখা হয়েছে ‘হিসাবের অসাধ্য ক্ষতি: যুক্তরাষ্ট্রে মৃত্যু ১ লাখ ছুঁতে চলেছে’।
জনস হপকিনস ইউনিভার্সিটির ট্র্যাকার অনুসারে, যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা ৯৭ হাজারেরও বেশি। যা এখনও পর্যন্ত বিশ্বের কোনো দেশে সর্বোচ্চ মৃত্যু। এমনকি খুব শিগগিরই এক লাখ মৃত্যুর মাইলফলক হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে দেশটি।