সৌদি আরবের সঙ্গে মিল রেখে ৪১ বছর ধরে ঈদ উদযাপন করে আসছে লক্ষ্মীপুরের ১১টি গ্রামের সহস্রাধিক মানুষ। সেই ধারাবহিকতায় রোববার (২৪ মে) সকাল ৮টায় রামগঞ্জ উপজেলার দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও ঈদগাহ জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। এতে মাওলানা আমিনুল ইসলাম খানের ইমামতি করার কথা রয়েছে।
জানা গেছে, জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশৈই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপাসহ ১১টি গ্রামের সহস্রাধিক মানুষ ঈদ আনন্দে মেতে উঠে। তারা পৃথকভাবে স্ব স্ব ঈদগাহ মাঠে ঈদের নামাজের আয়োজন করেছেন।
জানতে চাইলে মাওলানা আমিনুল ইসলাম খান জানান, এসব এলাকার মানুষ মাওলানা ইসহাক (রা.) এর অনুসারি। এজন্য পবিত্র ভূমি মক্কা ও মদিনার সঙ্গে মিল রেখে ঈদসহ সকল ধর্মীয় উৎসব পালন করা হয়। গত ৪১ বছর ধরেই তারা সৌদির সঙ্গে মিল রেখে সকল ধর্মীয় উৎসব পালন করে আসছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.