
করোনাকালে স্লোভেনিয়ায় ঈদ আনন্দ ফিকে
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। কিন্তু এ বছর উৎসবের অনুভূতি অন্যান্যবারের তুলনায় ভিন্ন। করোনাভাইরাস মহামারিতে বিভিন্ন দেশের মতো স্লোভেনিয়ায় নেই ঈদের রঙ। কোভিড-১৯ সংকট অনেকটা ফিকে করে দিয়েছে সব। ৭ হাজার ৮২৭ দশমিক ৪ বর্গমাইলের স্লোভেনিয়ায় সব মিলিয়ে ২১ লাখ মানুষের বসবাস। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এখানে অভিবাসী খুবই কম।
প্রবাসীদের বেশিরভাগই বসনিয়া ও হার্জেগোভিনা, সার্বিয়া, মেসিডোনিয়া ও ক্রোয়েশিয়ার নাগরিক। সব মিলিয়ে তাদের সংখ্যা ২৫ থেকে ৩০ জনের মতো। তবে স্লোভেনিয়ায় বাংলাদেশিদের কোনও সুসংগঠিত কমিউনিটি না থাকায় বিশেষ দিবসে একে অন্যের সঙ্গে উদযাপনের সুযোগ হয় না।
ঈদ তাই বলতে গেলে অনেকটা একা কেটে যায় সবার।স্লোভেনিয়ায় কোনও মসজিদ না থাকায় ঈদের নামাজ সেভাবে হতো না। এ বছরের শুরুতে আনুষ্ঠানিকভাবে দেশটির প্রথম মসজিদের উদ্বোধন হয়েছে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ঈদ জামাত কতোটটা প্রাণবন্ত থাকবে তা নিয়ে আশঙ্কা থেকে যাচ্ছে।