বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারস অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সদস্যভুক্ত ৪৮ কারখানায় এখনো এপ্রিল মাসের বেতন দেয়া হয়নি।
শনিবার বিজিএমইএর পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, তাদের সদস্যভুক্ত এক হাজার ৯২৬টি কারখানার মধ্যে এক হাজার ৮৭৮টি কারখানার শ্রমিকদের এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে। শতাংশ হিসেবে যা ৯৭ দশমিক ৫ শতাংশ। তবে ৪৮টি কারখানার শ্রমিকদের বেতন-বোনাস এখনো পরিশোধ করা হয়নি। তাদের বেতন দেয়ার প্রক্রিয়া চলছে।
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের এক হাজার ৯৭৫টি তৈরি পোশাক কারখানা তাদের ১৯ লাখ ১৯ হাজার শ্রমিককে এপ্রিল মাসের বেতন-বোনাস পরিশোধ করেছে বলে জানায় বিজিএমইএ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.