You have reached your daily news limit

Please log in to continue


ইতালিতে মাঠে ঈদের নামাজ, প্রবাসীদের মাঝে নেই আমেজ

ইতালিতে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর রোববার উদযাপিত হবে। রোমসহ ইতালির বিভিন্ন মসজিদের পাশাপাশি একাধিক খোলা মাঠে আয়োজন করা হবে ঈদের নামাজ। তবে এবার প্রবাসীদের মাঝে নেই তেমন ঈদের আমেজ। গহনা কিংবা পোশাকের দোকানগুলোতে নেই ক্রেতার ভিড়। এবার সম্ভব হবে না খুশির এই দিনটিতে একে অপরকে কোলাকুলি করা। ইতালিতে প্রায় ৩ মাস একটানা কর্মহীন হাজার হাজার প্রবাসী। ঘরে অবরুদ্ধ বন্দী জীবন কাটিয়েছে প্রায় পুরো রমজান। অনেকগুলো শর্ত পূরণ করে নির্দিষ্ট সংখ্যক আড়াই মাস পর শুক্রবার রমজানে প্রথম জুমা পড়ার সুযোগ হয়েছে ইতালির মুসলমানদের। ইতালির প্রশাসন অবশেষে ঈদের নামাজ আদায় করার অনুমতি দিয়েছে। ফলে রোমের কেন্দ্রীয় মসজিদসহ ইতালির সব শহরে সরকার ঘোষিত নিয়ম অনুসরণ করে ঈদের নামাজ আদায় করা সম্ভব হবে। রোববার সকাল ৭টা থেকে রোমের বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন মসজিদ এবং একাধিক খোলা মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদ উদযাপন কমিটির উদ্যোগে রোমের পিয়াচ্ছা ভিত্তোরিও ইমানুয়েলে’র খোলা মাঠে একাধিক জামাত অনুষ্ঠিত হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন