কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সব ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা খুলে দিচ্ছে ইরান

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৩ মে ২০২০, ২২:০৫

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জারিকৃত বিধিনিষেধ শিথিল করে ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। আগামী রোববার মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের সঙ্গে মিল রেখে দেশটির সব জাদুঘর এবং ঐতিহাসিক স্থাপনা খুলে দেয়া হবে। শনিবার দেশটির রাষ্ট্রীয় চ্যানেলে সম্প্রচারিত এক ভাষণে এ কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেন, আগামী সোমবার থেকে সকল ধমীয় স্থানগুলো খুলে দেয়া হবে।


মহামারি করোনাভাইরাস মোকাবিলায় ইরানে যেসব বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল সেগুলো শিথিল হওয়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে গত সপ্তাহে রুহানি বলেন, ধর্মীয় স্থানগুলো সকালে ৩ ঘন্টা ও বিকেলে ৩ ঘন্টার জন্য খুলে দেয়া হবে। তবে যেসব এলাকায় এখনো বিধি-নিষেধ বহাল রয়েছে সেখানে ওইসব স্থান বন্ধ থাকবে বলেও জানান তিনি। সূত্র- আল জাজিরা

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও