কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘টেনেট’ কি ‘ইনসেপশন’ ছবির সিক্যুয়েল? (ভিডিও)

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৩ মে ২০২০, ২০:৫৭

মেমেন্টো’, ‘ইন্টারস্টেলার’, ব্যাটম্যান ট্রিলজি, ‘ডানকার্ক’ ক্রিস্টোফার নোলানকে ক্রমে নিয়ে গেছে অন্য উচ্চতায়। তবে তার সবচেয়ে আলোচিত ছবি ভাবা হয় ‘ইনসেপশন’। ব্রিটিশ-আমেরিকান এই তারকা পরিচালকের আগামী আকর্ষণ ‘টেনেট’ নাকি এর সিক্যুয়েল। ছবিটির দ্বিতীয় ট্রেলারে তেমন আভাস খুঁজে পেয়েছে ভক্তরা।‘ইনসেপশন’ মুক্তি পেয়েছে ২০১০ সালে। ভক্তদের কয়েকটি তত্ত্বের দাবি, এর গুপ্ত সিক্যুয়েল হিসেবে তৈরি হয়েছে ‘টেনেট’।

আমেরিকান সামাজিক যোগাযোগমাধ্যম রেড্ডিটে তারা এ নিয়ে আলোচনা করেছেন এবং নিজেদের অভিমত জানিয়েছেন।কয়েকজন দর্শক ট্রেলারের শেষ দিকের একটি দৃশ্যের কথা উল্লেখ করেছেন। এতে রবার্ট প্যাটিনসন ও জন ডেভিড ওয়াশিংটনের মধ্যকার কথোপকথনে ‘ইনসেপশন’-এর মতো শহর দেখা গেছে।এক ভক্ত রেড্ডিটে লিখেছেন, “প্যাটিনসনকে ট্রেলারেই ভালো লেগে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও