কক্সবাজারে আক্রান্তের সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল
বিশ্ব মহামারি করোনার প্রাদূর্ভাব কক্সবাজারে ক্রমে বাড়ছে। শহর ছাড়িয়ে গ্রামেও ছড়িয়ে পড়ছে করোনার তীব্রতা। ছড়াচ্ছে জেলার আশপাশের উপজেলাতেও। সরকারের তরফ থেকে সচেতনতা বাড়াতে নানা উদ্যোগ নেওয়ার পরও আমজনতার উদাসীনতায় প্রতিদিনই করোনা ‘পজিটিভ’ রোগীর সন্ধান মিলছে বলে অভিমত সচেতন মহলের। ফলে বাড়ছে উদ্বিগ্নতা।
রোগী বাড়ার পাশাপাশি করোনার উপসর্গ নিয়ে ধীরে ধীরে মৃতের সংখ্যাও দীর্ঘ হচ্ছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে কক্সবাজারের নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি যথাযথ চিকিৎসায় ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮জন করোনা রোগী।
কক্সবাজার মেডিকেল কলেজে পিসিআর ল্যাব স্থাপনের ৫১তম দিনে পরীক্ষার আওতায় এসেছেন চার হাজার ৭৬৭ সন্দেহজনক রোগী। পরীক্ষা হওয়াদের মাঝে করোনা পজিটিভ এসেছে ৩৪৩ জনের। এদের মাঝে কক্সবাজার জেলার ৩১৪ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। শুক্রবার এক দিনেই করোনা পজিটিভ এসেছে ৮ রোহিঙ্গার। এতে সবমিলিয়ে ২১ রোহিঙ্গার করোনা পজিটিভ। কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.