‘ইমার্জেন্সি রোগী’র গাড়িতে সবাই কক্সবাজারগামী যাত্রী!

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ মে ২০২০, ২০:৫৯

বিকেল ৫টা। ইফতারের খানিক আগে কর্মজীবীদের নগর ছেড়ে যাওয়ার তাড়া। সে সময় হঠাৎ-ই শাহ আমানত সেতু এলাকা পৌঁছাল মাইক্রোবাসটি। গায়ে ‘ইমার্জেন্সি রোগী’ স্টিকার লাগানো। স্টিকার দেখেই ব্যস্ত পুলিশ সদস্যরা গাড়িটি ছেড়ে দিল।

কিন্তু দূরে দাঁড়িয়ে পুরো বিষয়টি খেয়াল করছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। পুলিশি পাহারা ডিঙিয়ে গাড়িটি কক্সবাজারের পথে যাত্রা করতেই নিজের দল নিয়ে দ্রুত শাহ আমানত সেতুর মাঝপথে চলে যান তৌহিদুল। ‘ইমারজেন্সি রোগী’ স্টিকার লাগানো গাড়িটি থেকে একে একে নামিয়ে আনেন যাত্রীদের। যারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে ভাড়া গাড়িতে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘ব্যক্তিগত গাড়িতে ঈদে বাড়ি যাওয়ার সুযোগ কাজে লাগিয়ে অনেকেই ঈদে বাড়ি যাওয়ার জন্য মাইক্রোবাসকে ব্যক্তিগত গাড়ি বানিয়ে আবার রোগী পরিবহনের কথা বলে চট্টগ্রাম থেকে কক্সবাজার, ঢাকা, কুমিল্লা, ফেনী, নোয়াখালী অভিমুখে সিটি গেট অতিক্রম করে যাচ্ছেন। এ ক্ষেত্রে তাদের সহযোগিতা করছে কিছু অসাধু চালক।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও