করোনাভাইরাসের কারণে বর্তমানে সব সচেতন নাগরিকই ঘরবন্দী। দেখা নেই একই অঙ্গনে কাজ করা সহকর্মী, বন্ধু ও আত্মীয়-স্বজনের সঙ্গে...করোনাভাইরাসের কারণে বর্তমানে সব সচেতন নাগরিকই ঘরবন্দী। দেখা নেই একই অঙ্গনে কাজ করা সহকর্মী, বন্ধু ও আত্মীয়-স্বজনের সঙ্গে। তবে এই প্রতিবন্ধকতার মাঝেও কাছের এসব মানুষদের সঙ্গে সাক্ষাতের একটি বড় ও নিরাপদ মাধ্যম হলো অনলাইন। আর এই মাধ্যমটি ব্যবহার করেই সহকর্মী আইনজীবীদের খোঁজ-খবর নিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।
শুক্রবার (২২ মে) সন্ধ্যায় অনলাইনে এ ভার্চুয়াল আড্ডায় যুক্ত হন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। সেখানে আড্ডার ছলে তারা একে অপরের খোঁজ খবর নেন।
বিষয়টি জাগো নিউজকে জানান, সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তিনি বলেন, ‘সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মুজিবুর রহমান মুজিবের আয়োজনে ম্যাসেঞ্জারে প্রাণবন্ত আড্ডা হয়েছে। সবার সঙ্গে সবার কুশল বিনিময় হলো। সে এক অন্যরকম অনুভূতি।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.