
অনলাইনে আইনজীবীদের ‘আড্ডা’
করোনাভাইরাসের কারণে বর্তমানে সব সচেতন নাগরিকই ঘরবন্দী। দেখা নেই একই অঙ্গনে কাজ করা সহকর্মী, বন্ধু ও আত্মীয়-স্বজনের সঙ্গে...করোনাভাইরাসের কারণে বর্তমানে সব সচেতন নাগরিকই ঘরবন্দী। দেখা নেই একই অঙ্গনে কাজ করা সহকর্মী, বন্ধু ও আত্মীয়-স্বজনের সঙ্গে। তবে এই প্রতিবন্ধকতার মাঝেও কাছের এসব মানুষদের সঙ্গে সাক্ষাতের একটি বড় ও নিরাপদ মাধ্যম হলো অনলাইন। আর এই মাধ্যমটি ব্যবহার করেই সহকর্মী আইনজীবীদের খোঁজ-খবর নিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।
শুক্রবার (২২ মে) সন্ধ্যায় অনলাইনে এ ভার্চুয়াল আড্ডায় যুক্ত হন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। সেখানে আড্ডার ছলে তারা একে অপরের খোঁজ খবর নেন।
বিষয়টি জাগো নিউজকে জানান, সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তিনি বলেন, ‘সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মুজিবুর রহমান মুজিবের আয়োজনে ম্যাসেঞ্জারে প্রাণবন্ত আড্ডা হয়েছে। সবার সঙ্গে সবার কুশল বিনিময় হলো। সে এক অন্যরকম অনুভূতি।’