প্রসাধন সামগ্রীতে কত খরচ করেন পুরুষরা? ফিচার ডেস্ক, ঢাকাটাইমস জানেন কী প্রসাধন সামগ্রী কিনতে কত খরচ করেন পুরুষরা? রূপচর্চাতেও মেয়েদের সঙ্গে পাল্লা দিয়ে মেতেছে ছেলেরাও।
১০ বছর আগেও যেখানে পুরুষরা নিজেদের জন্য ফেসওয়াশ এবং ক্রিম পর্যন্ত কিনতেন না অথচ এখন শুধু প্রসাধনীর জন্য বছরে খরচ করছে হাজার কোটি টাকা। শেভিং কিট থেকে ফেসওয়াশ, ডিও, শ্যাম্পু, কন্ডিশনার, বাদ পড়ছেনা বিউটি ক্রিমও! সবই থাকছে ছেলেদের শপিং লিস্টে। শুধুমাত্র ডেটিং কিংবা বিয়ের সময় নিজেকে সুন্দর-সুদর্শন দেখাতেই নয়, সচেতনতা বেড়েছে নিজেকে স্মার্টভাবে গুডলুকিং করে উপস্থাপনের।
কথায় আছে 'পহেলা দর্শনধারী ফের গুণবিচারি' সেটাকেই মাথায় রেখেছে আজকের পুরুষ সমাজ। শুধু মেয়েদের মন জয় করতে নয়, বরং কাজের ক্ষেত্রেও উন্নতির জন্যই পুরুষরা এখন নিজেদের দিকে খেয়াল রাখতে শুরু করেছেন। সম্প্রতি ‘নিয়েলসন’ একটি রিপোর্ট প্রকাশ করেছে, তাতে জানানো হচ্ছে শুধু পুরুষ–প্রসাধনীর বাজার হাজার হাজার কোটি টাকা বেড়েছে এবং তা বেড়েই চলেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.