করোনা ঠেকাতে ব্যাংকনোট কোয়ারেন্টাইনে রাখবে সৌদি

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৩ মে ২০২০, ১৭:৪৫

প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত বিশ্ব। এ ভাইরাসের বিস্তার ঠেকাতে নেয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। এবার করোনার বিস্তার ঠেকাতে স্থানীয় ও আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করা সব ধরনের ব্যাংকনোট ও কয়েন কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

দেশটির মুদ্রা কর্তৃপক্ষ (এসএএমএ) এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। স্বাস্থ্য ঝুঁকি কমাতে ব্যাংকনোট ও মুদ্রা ১৪ থেকে ২০ দিন কোয়ারেন্টাইনে রাখার এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এক বিবৃতিতে এসএএমএ জানিয়েছে, ব্যাংকনোট ও কয়েন ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে এগুলো বিশেষ ব্যবস্থার মধ্যে দিয়ে নেয়া হবে। এরপর এগুলো সংস্থার নির্ধারিত মান অনুযায়ী মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আলাদা করে ফেলা হবে। নোংরা ও ব্যবহার অযোগ্য নোটগুলো সঙ্গে সঙ্গে নষ্ট করে ফেলা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও