You have reached your daily news limit

Please log in to continue


হেঁটে শতবর্ষী দবির চৌধুরীর অর্থ সংগ্রহ ২ কোটির বেশি!

১০০ বছর বয়সী বৃটিশ বাংলাদেশি দবির চাচা’র হাঁটার মাধ্যমে ফান্ড রেইজিং কর্মসূচি ২০৬ হাজার পাউন্ড পেরিয়েছে! যা বাংলাদেশী টাকায় ২ কোটিরও বেশী। আজকে পর্যন্ত মোট ২৬ দিনে ১০ হাজারের বেশী মানুষের ডোনেশন এসেছে দবিরুল হক চৌধুরীর ফান্ড রেইজিং পেইজে , যিনি বিশ্ব ও বৃটিশ মূলধারার কারণে এখন দবির চাচা নামে সর্ব মহলে শুধু পরিচিতি নন, রীতিমতো অনুপ্রেরণা। আজকে সকালেই ডেভিড ডেভিস নামে একজন ব্রিটিশ ১০ পাউন্ড ডোনেশন দিয়ে লিখেছেন, 'আরেকজন ভদ্রলোক যিনি আমাদের অনুপ্রেরনা'! দবির চাচাকে নিয়ে টুইট করেছেন লন্ডন মেয়র সাদিক খান, ব্রিটেনের প্রধান রাজনৈতিক দল লেবার পার্টি চিঠি লিখে ধন্যবাদ জানিয়েছেন। ফরেন এন্ড কমনওয়েলথ অফিসের অফিসিয়াল ফেসবুকে দবির চাচার ভিডিও দিয়ে তারা লিখেছে আমাদের অনুপ্রেরণা এবং উদাহরণ। উদ্যোগটা নিয়েছিলেন শতবর্ষী ব্রিটিশ কর্নেল টমকে দেখে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীর সেনানী তিনি। করোনার দুর্যোগকালে যিনি ২৯মিলিয়ন পাউন্ড সংগ্রহ করে ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ফান্ডে জমা দিয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন