কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাতক্ষীরায় বাড়িঘর-মসজিদ পুনঃনির্মাণের কাজ করছে সেনাবাহিনী

সমকাল প্রকাশিত: ২৩ মে ২০২০, ১৭:০১

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের খাদ্যসামগ্রী ও চিকিৎসাসেবা দেয়ার পাশাপশি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও বাসস্থান পুনঃনির্মাণের উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। তাদের সঙ্গে বিমান বাহিনীও যোগ দিয়েছে। শনিবার উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের বয়ারসিং সরদার বাড়ি জামে মসজিদ পুনঃনির্মাণের মধ্য দিয়ে তাদের এ কাজ শুরু হয়।

যশোর সেনানিবাসের ৯ ইস্টবেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল ফারহান পিএসসি, মেজর তাজদিক, মেডিকেল অফিসার মেজর খাদেমুলসহ অন্যান্য কর্মকর্তাসহ সেনা সদস্যরা উক্ত নির্মাণ কাজে অংশ গ্রহণ করেন।লে. কর্নেল ফারহান জানান, অতীতের মতো দেশের দুর্যোগকালীন সময়ে এগিয়ে এসেছে সেনাবাহিনী।

তারা ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের খাদ্যসামগ্রী ও চিকিৎসাসেবা দেয়ার পাশাপশি ক্ষতিগ্রস্ত বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও মানুষের বাসস্থান পুনঃনির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন। কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা সেখানেই থাকবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও