ঈদ মানেই প্রেক্ষাগৃহগুলোব খানের নতুন সিনেমা। কোনো না কোনো নতুন উৎসবে দর্শকদের সামনে হাজির হন এই ঢালিউড তারকা। বহুকাল পর এবার ঈদে প্রেক্ষাগৃহে থাকছে না শাকিব খানের কোনো নতুন সিনেমা। তাতে কী! এই ঈদে ঘরে বসেই মানুষ উপভোগ করতে পারবে শাকিব খান অভিনীত একাধিক ছবি, যদিও সেগুলো পুরোনো। তবে ছবিগুলো যাঁরা দেখেননি, তাঁদের কাছে কিন্তু নতুনই মনে হবে। ঈদের সাত দিন প্রায় প্রতিটি টিভি চ্যানেলে দেখা যাবে শাকিব খান অভিনীত অনেকগুলো ছবি।
কোনো কোনো দিন কোনো কোনো চ্যানেলে থাকবে একাধিক ছবি। সেগুলোর বেশির ভাগ ছবিতে শাকিবের নায়িকা হিসেবে দেখা যাবে তাঁর সাবেক স্ত্রী নায়িকা অপু বিশ্বাসকে।
মাই নেম ইজ খান, মা আমার স্বর্গ, জান আমার জান, কাবিননামা, এক টাকার দেনমোহর, লাভ ম্যারেজ, নিষ্পাপ মুন্না, ভালোবাসা এক্সপ্রেস, কিং খান, তুমি আমার মনের মানুষ, আমার প্রাণের প্রিয়া, বন্ধু যখন শত্রু, ফুল অ্যান্ড ফাইনাল, জান কোরবান, রাজা বাবু, নয়ন ভরা জল, মন যেখানে হৃদয় সেখানে, স্বামীর সংসার ছবিগুলো বড় পর্দায় যাঁরা দেখেননি, ঘরবন্দী এ করোনাকালে বিভিন্ন চ্যানেলের ঈদ আয়োজনে সেগুলো দেখতে পারেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.