মাগুরায় এক টাকায় ঈদ বাজার

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৩ মে ২০২০, ১৬:১৭

মাগুরায় করোনা পরিস্থিতিতে শহরের গরিব, দুস্থ, অসহায়, কর্মহীন ও নিম্ন আয়ের খেটে খাওয়া শতাধিক মানুষের মাঝে ১ টাকায় ঈদ বাজার দিয়েছে করোনা যোদ্ধা নামের একটি সংগঠন। শনিবার (২৩) দুপুরে শহরের সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর এ বাজার সামগ্রী বিতরণ করেন।

সংগঠনের সমন্বয়ক আশিফ হাসান শাকিল জানান, এবার ঈদকে সামনে রেখে আমরা আজ শহরের নিম্ন আয়ের শতাধিক মানুষের মধ্যে ১ টাকায় ঈদ বাজার দেওয়া হলো। বিতরণকৃত ঈদ বাজার সামগ্রীর মধ্যে রয়েছে ১ কেজি পোলাউয়ের চাল, ৫শ’ গ্রাম চিনি, ৫শ’ গ্রাম ডাল, ৫শ’ গ্রাম গুড়ো দুধ, তেল ৫শ গ্রাম, সেমাই ১ প্যাকেট ও ১ টা সাবান । করোনার শুরুতে প্রথম পর্বে আমরা সাধারণ মানুষের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার, খাদ্য সামগ্রী, সাবান বিতরণ ও রাস্তায় জীবাণুনাশক স্প্রে করেছি। তারপর রমজান শুরু হলে মাসব্যাপী শহরের বিভিন্ন স্থানে ১ টাকায় ইফতার সামগ্রীর কার্যক্রম চলে। যা অল্প সময়ে ব্যাপক সফলতা অর্জন করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও