
সিঙ্গাপুরে করোনা আক্রান্ত ৩০৪২৬ জন, সুস্থ ১২৯৫৫
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৩ মে ২০২০, ১৬:১৫
সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত আজ আরও ৮৩৮ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছে৷ এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১২৯৫৫ জন। তবে গতকাল নতুন করে ৬১৪ জন আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৪২৬ জনে৷ নতুন আক্রান্তদের বেশিরভাগই ডরমেটরিতে থাকতেন।
শুক্রবার আক্রান্তদের ৪ জন সিঙ্গাপুরিয়ান, পার্মানেন্ট রেসিডেন্স ও ওয়ার্কপাশ হোল্ডার- যারা ডরমেটরির বাইরে থাকতেন। ৬১০ জন ওয়ার্কপাশ হোল্ডার যারা ডরমেটরিতে বাস করে বলে জানা গেছে। ডরমেটরিতে বসবাসরত ৩২৩০০০ জন শ্রমিকের মধ্যে ২৮১৬১ জন করোনায় পজিটিভ। অভিবাসী কর্মীদের মধ্যে প্রায় ৮ ভাগের উপরে করোনাভাইরাসে পজিটিভ।
করোনায় আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৭৯৮ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।