সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত আজ আরও ৮৩৮ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছে৷ এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১২৯৫৫ জন। তবে গতকাল নতুন করে ৬১৪ জন আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৪২৬ জনে৷ নতুন আক্রান্তদের বেশিরভাগই ডরমেটরিতে থাকতেন।
শুক্রবার আক্রান্তদের ৪ জন সিঙ্গাপুরিয়ান, পার্মানেন্ট রেসিডেন্স ও ওয়ার্কপাশ হোল্ডার- যারা ডরমেটরির বাইরে থাকতেন। ৬১০ জন ওয়ার্কপাশ হোল্ডার যারা ডরমেটরিতে বাস করে বলে জানা গেছে। ডরমেটরিতে বসবাসরত ৩২৩০০০ জন শ্রমিকের মধ্যে ২৮১৬১ জন করোনায় পজিটিভ। অভিবাসী কর্মীদের মধ্যে প্রায় ৮ ভাগের উপরে করোনাভাইরাসে পজিটিভ।
করোনায় আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৭৯৮ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.